المشاركات

নিঃশ্বাস

2 min read

 - দেখে নিলাম কালকে রাতে চরকিতে রিলিজ করা "নিঃশ্বাস" মুভিটি। ট্রেইলার দেখার পরে আগ্রহ হয় এই মুভি দেখার আর এদিকে পরিচালক রায়হান রাফি। তো কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করব...! 



মুভিঃ নিঃশ্বাস। 

পরিচালকঃ রায়হান রাফি। 

রিলিজঃ চরকি। 

পার্সোনাল রেটিংঃ ৯/১০.


_____স্পয়লার ফ্রি_____

- একটি হাসপাতাল, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রোগের সঙ্গে লড়তেছে, একটা মেয়ে বিষ খেয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একজন মা প্রসব ব্যথায় কাতরাচ্ছে, কেউ তার স্বামীর পাশে বসে কোরআন তেলোয়াত করছে, এরই মাঝে কিছু আততায়ী হাসপাতালে বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এখন তারা কেন এলো এই হাসপাতালের সঙ্গে তাদের কি সম্পর্ক এটা জানতে এখনই দেখে ফেলুন নিঃশ্বাস মুভি।


মুভির শুরু হওয়ার পরে আপনি বুঝতে পারবেন না কি থেকে কি হচ্ছে। তারপর আপনি আস্তে আস্তে মুভির ভিতরে ঢুকবেন, তখন শেষ না করে আর উঠতে পারবেন না। মুভির প্রথমের দিকে আপনারা দুই একটা টুইস্ট পাবেন। টুইট গুলো যথেষ্ট শক্তিশালী। মুভির গল্পটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি যথেষ্ট ইনজয় করেছি মুভিটা। 


এখন যদি এখানে অভিনয়ের কথা আমি বলি, নিপা চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণ এবং  সুরাইয়া চরিত্রে অভিনয় করা সাফা কবির ছিলেন অনবদ্য। ফারিণ দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন যেটা 'কারাগার' দেখে বোঝা যাচ্ছিলো। মুভি কালার গ্রেডিং আরেকটু ভালো হলে ভালো লাগতো। তবে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ভালো লেগেছে। বলতে হবে বাংলা মুভি হিসেবে অনেক সুন্দর একটা মুভি। রায়হান রাফি অনেক বুদ্ধিমান পরিচালক এবং তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন। এখানে দুইটা সময়কে একসঙ্গে দেখানো হয়েছে। আপনার মনে হবে দুইটা সময় একসঙ্গে চলতেছে। শেষ কয়েক মিনিটের তাসনিয়া ফারিন এর অভিনয় দেখে তো আমি মুগ্ধ । মুভির রানিং টাইম ১ ঘন্টা ৪১ মিনিট। এখনোই দেখে ফেলুন। 


ইসলামের নামে অনেকে জঙ্গিবাদের দাওয়াত দেয়। কিন্তু ওরা জানে না ইসলামে এসব নিষিদ্ধ। মুভির শেষে কুরআনের দুইটা আয়াত দিয়ে পরিচালক সেটা বুঝিয়ে দিয়েছেন। মানুষকে মেরে না মানুষকে সহযোগিতা করে আল্লাহকে খুশি করা যায়।

নিঃশ্বাস আমার বানানো একটি এক্সপেরিমেন্টাল কাজ। 

আমার ইচ্ছে হয়েছিল, সাধারণত যে ধরনের কাজ করি সেখান থেকে সরে এসে ভিন্ন কিছু বানানোর; তাই নিঃশ্বাস বানিয়েছি। 

হয়তো এই প্রোডাকশনটি আশা করি অনেকের কাছে অনেক ভালো লাগবে, আমার ভালো লেগেছে প্রোডাকশনটা বানাতে পেরে। এটাই আমার অনেক বড় শান্তির জায়গা। 


আরেকটা বিষয়, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছবির গল্পটা অনেক সেন্সেটিভ। অনেক সাবধানতা অবলম্বন করতে হয় আমাদের,এর মাঝ দিয়েই নিজেদের বেস্ট আউটপুটটা দিতে হয়।


ভালো লাগার বিষয় হলো এমন এমন মানুষের ভালোবাসা পাচ্ছি এই প্রডাকশন এ যা আমি আগে কোনোদিন পাইনাই 


আমি আর আমার টিম মিলে চেষ্টা করেছি নতুন কিছু করার। আশা করি ভালো লাগবে আপনাদের।🤍🙏🏻

قد تُعجبك هذه المشاركات

  •  - দেখে নিলাম কালকে রাতে চরকিতে রিলিজ করা "নিঃশ্বাস" মুভিটি। ট্রেইলার দেখার পরে আগ্রহ হয় এই মুভি দেখার আর এদিকে পরিচালক রায়হান রাফি। তো কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করব...!…
  •  #NoSpoiler "মাকাল" কেমন হইল?[স্পয়লার ফ্রী রিভিউ - মাকাল - ২০২২]দেখে নিলাম অনিমেষ আইচের ওয়েব সিরিজ মাকাল। মোট পাঁচটি পর্বে সাজানো হয়। বহুদিন পর জিতু আহসানকে দেখে চমকে গেছ…
  •  Movie:- Sita RamamStarring:- Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika mandannaImdb:-8.5/10Director:-Hanu Raghavapudiসত্যি বলতে দুলকার সালমানকে নিয়ে যা বলব তাই কম হয়ে যাবে একট…
  •  আপনি ২০০০ ফিট টাওয়ারে উঠতে পারছেন কিন্তু নামাতে পারছেন না তাহলে কি করবেন!Fall (2022)[ নো_স্পয়লার ]▫️একের পর এক রিভিউ দেখে শেষমেশ আমিও দেখে নিলাম। দেখতে যেয়ে এ বছরে আমাদের সাথ…
  •  সত্য ঘটনার উপর নির্মিত মুভি দেখতে যেয়ে গলা একদম শুকিয়ে গেছে। Thirteen Lives (2022)[ নো_স্পয়লার ]▫️২০১৮ সালে থাইল্যান্ডের নাং নন গুহাতে ঘুরতে যেয়ে বৃষ্টির কারণে ১৩ জন আটক…
  •  Sherlock IMDB rating 9.1/10***হালকা স্পয়লার***শার্লক রিলেটেড মুভি/টিভি সিরিজ অনেক হয়েছে। কিন্তু এই শার্লক সিরিজের এর পার্থক্যটা কোথায় জানেন। মেইন যে পার্থক্যটা সেটা হ…

إرسال تعليق