আপনি ২০০০ ফিট টাওয়ারে উঠতে পারছেন কিন্তু নামাতে পারছেন না তাহলে কি করবেন!
Fall (2022)
[ নো_স্পয়লার ]
▫️একের পর এক রিভিউ দেখে শেষমেশ আমিও দেখে নিলাম। দেখতে যেয়ে এ বছরে আমাদের সাথে ঘটে যাওয়া এক ভয়ংকর অ্যাডভেঞ্চারের কথা মনে করে দিয়েছে। ঘটনটি ছিল এবারের ভয়াবহ সিলেটের বন্যার সময় আমরা বান্দরবানের থানচি ট্যুরে ছিলাম। বৃষ্টির মাঝে পাহাড়ে সার্ভাইব করা যে কত কঠিন তা বুঝতে পারবো না। যাইহোক স্কট ম্যানের ভালো নির্মাণ ছিল।
▫️মানুষের নেশার শেষ নেই। এর মাঝে এক দল মানুষের নেশা আবার অ্যাডভেঞ্চারে। প্রতিনিয়ত কোনো কিছু জয় করা যেন সে সব মানুষদের নেশা এবং পেশা হয়ে গেছে। কিন্তু সব নেশা কি ভালো! ভালো কি জনমানবহীন এক পরিত্যক্ত ২০০০ ফিট টাওয়ার জয় করা? এক পাহাড় জয় করতে যেয়ে মৃত্যু হয় বেকির হাসবেন্ড ড্যানের সেখানে তার ফ্রেন্ড হান্টারও ছিল। হাসবেন্ডের মৃত্যু মেনে নিতে পারছে না বেকি তাই যায় সুসাইড করতে। এমন সময় আরেকটা অ্যাডভেঞ্চারের নেশা মাথায় ঢুকিয়ে দিতে বেকির কাছে চলে আসে হান্টার। অ্যাডভেঞ্চার ছিল ২০০০ ফিট টাওয়ার জয় করা। উঠতে ঠিকই পেরেছিল। কিন্তু নামতে কি পেরেছিল?
▫️পরিচিত তেমন কেউ নেই। তবে মূল দুই চরিত্রে ক্যারোলিন কারি এবং ভার্জিনিয়া গার্ডনার বেশ দারুণ অভিনয় করেছে। তাদের টিকে থাকার লড়াই ভালো উপভোগ করেছি। দুজনেই চরিত্রকে দারুণ ভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। বিশেষ করে ক্যারোলিন কারি। সিনেমাটোগ্রাফি দারুণ ছিল। এক টাওয়ার কে অসাধারণ ভাবে উপস্থাপন করা হয়েছে। স্ক্রিনপ্লে টানটান ছিল তাই বোরিং হওয়ার একটুও সুযোগ নেই। বিজিএমও ভালো লেগেছে। আর হ্যাঁ একটা টুইস্টও কিন্তু আছে।
▫️আমরা সব সময় জীবনকে তুচ্ছ হিসেবে দেখি। বলি এইটা কোনো জীবন হইলো! কিন্তু জীবনের মায়া তখন বুঝা যায় যখন জীবন বাঁচানো কঠিন হয়ে যায়। তখন আমরা জীবনকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করি। আর জীবনকে ভালোবাসতেও শিখি। তাই জীবনকে তুচ্ছ ভাবে না ভেবে নিজের জীবনের মায়ায় পড়ে যান ভালো থাকবেন। তো মুভিটি না দেখলে দেখে ফেলুন।
Happy Watching🖤
#Review_of_Mostasin