#NoSpoiler
"মাকাল" কেমন হইল?
[স্পয়লার ফ্রী রিভিউ - মাকাল - ২০২২]
দেখে নিলাম অনিমেষ আইচের ওয়েব সিরিজ মাকাল। মোট পাঁচটি পর্বে সাজানো হয়। বহুদিন পর জিতু আহসানকে দেখে চমকে গেছি। সনাতন ধর্মের ধর্মগুরু চরিত্রে কি সুন্দর মানিয়ে গেছেন জিতু। পুরো সিরিজে আমার আলাদা আগ্রহ ছিল জিতুকে নিয়ে। কিছু ত্রুটি চোখে পড়লেও স্বামীজি চরিত্রে জিতুকে উপভোগ করছি আমি।
তবে সিরিজের প্রোটাগনিস্ট দিনার রীতিমতো ফাটায়ে ফেলসে। মানুষটি দিনদিন আরও সুন্দর হয়ে উঠছেন অভিনয়ে। এই সিরিজের প্রাণ বলতে গেলে দিনার। বিশেষ করে দিনারের হাসি, বুড়ো আঙুল দেখানো টপনচ্। তাছাড়া হাসান মাসুদ ও রওনক হাসান সাবলীল ছিল। রওনককে পুলিশের অফিসার চরিত্রে মাঝেমধ্যে খাপছাড়া লেগেছে। আমাদের নির্মাতা বা নির্মাণ সংশ্লিষ্টরা পুলিশ চরিত্র নিয়ে খুবই অগোছালো, বেখেয়ালি আর কি। এসব ভাববেন না?
গল্প একজন বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ের মিসিং নিয়ে। যার পেছনে তরফদার নামের এক ধূর্ত লোকের হাত রয়েছে মনে করেন পুলিশ। মূলত তাকে ধরতেই মাঠে নামে সাধারণ মানুষের বেশে পুলিশ দল। গল্প এগিয়ে যায়। শেষমেশ কি তরফদার ধরা পড়ে? নাকি পুলিশকে নাকানিচুবানি খাইয়ে ছাড়ে? আর সাফাকে (অর্চিতা) গুম করে কারা? তার হদিস কি পাওয়া যায়?
গল্প খুব একটা স্ট্রং হয়ে উঠেনি। আবার খুব বেশি ঝুলেও যায়নি। মাঝারি বলতে পারেন। টানটান উত্তেজনা হয়তো পাবেন না। তবে খারাপও লাগবে না মনে হয়। ক্যামেরার কাজ, লোকেশন ভাল ছিল। বিজিএম মোটামুটি ভাল।
নির্মাতা অনিমেষ আইচের অনেক কাজ দেখা হয়েছে আগে। সেই হিসেবে এই সিরিজ আরও ভাল হতে পারত।
বায়োস্কোপে দেখে নিন সময় করে।