Sherlock
IMDB rating 9.1/10
***হালকা স্পয়লার***
শার্লক রিলেটেড মুভি/টিভি সিরিজ অনেক হয়েছে। কিন্তু এই শার্লক সিরিজের এর পার্থক্যটা কোথায় জানেন। মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে, এই সিরিজটাতে একজন আধুনিক শার্লককে দেখানো হচ্ছে। যিনি কিনা স্মার্ট ফোন ইউজ করে, যিনি কিনা টুইটার ইউজ করে, যিনি কিনা চিঠি লেখার বদলে পুলিশদেরকে টেক্সট করে বা এসএমএস এর মাধ্যমে তার যোগাযোগটা রক্ষা করে চলেছে। আর এই জিনিসটা অনেক স্পেশাল, পার্সোনালি এ বিষয়টা আমার অনেক ভালো লেগেছে 😍। আর এই সিরিজটিতে মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটি এপিসোড এ নতুন নতুন গল্প দেখানো হচ্ছে, নতুন নতুন মিশন দেখানো হচ্ছে এবং কোন এপিসোড এর সঙ্গে কোন এপিসোড মিল কিন্তু নেই। এই জিনিসটা একটা ভালো বিষয় কারণ আপনারা যদি এক নম্বর বা দুই নাম্বার সিজন নাও দেখে থাকেন, যে কোন একটা পর্ব দেখতে বসলে নিশ্চিন্তে বুঝা যাবেন। এখানে পুরো সিরিজটাতে যার জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না, তিনি হলেন শার্লক (Benedict Cumberbatch )❤️ তিনি এতো দুর্দান্ত অভিনয় করেছেন আর এত সুন্দর ডায়লগ ডেলিভারি, আপনি জাস্ট ক্যারেক্টার সাথে মিশে যাবেন। শার্লক চরিত্র কিন্তু অনেক সময় অনেক অভিনেতাই অভিনয় করেছেন কিন্তু আমার কাছে এই যে শার্লক (Benedict Cumberbatch) এর এই ভার্সনটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। একদম সময় উপযোগী সিদ্ধান্ত মানে এই আধুনিক করে দেয়ার ব্যাপারটা। এখন আসি ওয়াটসন (Martin Freeman) এর ব্যাপারে। শার্লক এর সাথে ওয়াটসন এর যে কেমিস্ট্রি টা দেখানো হয়েছে, এক কথায় দুর্দান্ত 🔥। মানে অন্যান্য মুভিতেও কিন্তু আমরা ওয়াটসনকে শার্লক এর সাথে দেখেছি বাট এই সিরিজটাতে দেখানো হয়েছে যেটা, সবকিছুকে ছাড়িয়ে গেছে। যদি এই সিরিজটা এখনো কেউ না দেখে থাকেন, সময় থাকলে দেখতে বসুন। একটা এপিসোড দেখলে সিরিজটা শেষ না করা পর্যন্ত উঠতে মন চাইবে না।