Movie:- Sita Ramam
Starring:- Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika mandanna
Imdb:-8.5/10
Director:-Hanu Raghavapudi
সত্যি বলতে দুলকার সালমানকে নিয়ে যা বলব তাই কম হয়ে যাবে একটা মানুষ তার স্ক্রিপ্ট চয়েস+ অভিনয় এর দিক থেকে এত নিখুত কিভাবে হয়।দুলকার আর ম্রুনালের অভিনয় চোখ জুড়িয়ে গেছে।একবার এই মুভি দেখলে রেশ কটানো মুশকিল।রোমান্টিক গল্প নিয়ে অনেক মুভি হয়েছে কিন্তু এই মুভির হিসাব আলাদা।বাস্তবস্মমত কাহিনী নিয়ে বানানো এই সিনেমা সবার মন জয় করবে।
হালকা স্পয়লারঃ- মুভিতে রাম একজন আর্মি অফিসার থাকে যার কেউ নেই। চারিদিকে তার বীরত্বের জয় জয় কার। একদিন তার জীবনেও আসে ভালোবাসা। ভালোবাসার মানুষটাকে খুজে পেতে তার অনেক কিছু করতে হয়। তারা অবশেষে বিয়েও করে কিন্তু দেশের প্রতি দায়িত্ব পালনে তাকে মিশনে যেতে হয় সে আর ফিরে আসেনা।কি আছে তাদের এই প্রেম কাহিনীতে কেন তারা এক হতে পারেনি জানতে হলে মুভিটা দেখতে বসে পরুন।
সবশেষেঃ- দুলকার সালমান আর ম্রুনাল দুইজনের কেমিস্ট্রি ছিলো অসাধারণ। তাছাড়া রাশ্মিকা ও তার জায়গা থেকে ভালোই ছিলো। আর দুলকার সালমানের অভিনয় + লুক অসাধারণ ❤️❤️❤️।