সত্য ঘটনার উপর নির্মিত মুভি দেখতে যেয়ে গলা একদম শুকিয়ে গেছে।
Thirteen Lives (2022)
[ নো_স্পয়লার ]
▫️২০১৮ সালে থাইল্যান্ডের নাং নন গুহাতে ঘুরতে যেয়ে বৃষ্টির কারণে ১৩ জন আটকে পড়ে। তাদের উদ্ধার করতে সময় লাগে ১৮ দিন। আর এই ১৮ দিন নিয়েই এই মুভি। সত্য ঘটনার উপর তো অনেক মুভিই নির্মাণ হয় কিন্তু কয়টা মুভি পারফেক্ট হয়! রন হওয়ার্ডের দারুণ নির্মাণ ছিল।
▫️বিপদ বলে আসে না। ফুটবল ম্যাচ শেষ করে একটু আনন্দ নেওয়ার জন্য সবাই গুহাতে ঘুরতে গেছিলো। কিন্তু ওই যে বিপদ বলে আসে না তাই তারা গুহাতে ঢুকার পর প্রবল বৃষ্টি হয় ফলাফল গুহাতে তারা আটকে যায়। প্রাথমিক উদ্ধার কাজে তাৎক্ষণিক থাই নেভি সিল লেগে পড়লে পুরোপুরি ব্যর্থ হয়। তারপর দেশ বিদেশ থেকে দক্ষ রেসকিউ টিম গঠন করা হয়। প্রথম পর্যায় তারাও যেতে ব্যর্থ হয়। তবে পরবর্তীতে (১০ দিন পর) তারা যেতে সক্ষম হয় এবং সবাইকে জীবিত দেখতে পায়। সবাইকে জীবিত দেখে খুশি হওয়ার চেয়ে আরও আতঙ্কে পরে যায়। কারণ তাদের রেসকিউ করা একদম সহজ ছিল না। তো শেষ পর্যন্ত কি সবাইকে রেসকিউ করতে পারবে?
▫️অনেকে অভিনয় করেছে। এর মধ্যে পরিচিত ছিলেন ভিগো মরটেনসেন। রেসকিউ টিমের প্রধান তাকে বলা যায়। অভিনয় করেছেন অসাধারণ। একদম ন্যাচারাল লেগেছে। তার সাথে অসাধারণ ভাবে সঙ্গ দিয়েছেন কলিন ফারেল। সেও ভালো অভিনয় করেছে। যাইহোক অভিনয়ের কথা বলতে তেমন কিছু নেই কিন্তু। রেসকিউ মিশন টা শুধু আরকি। আর তা ছিল একদম টানটান। এই মুভিকে পুরো টিম ওয়ার্ক বলা যায়।
▫️সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল। রেসকিউ মিশন একদম রিয়েলস্টিক লেগেছে। টানটান স্ক্রিনপ্লে তাই শুরু থেকেই স্ক্রিনে আটকে রেখেছে। বিজিএমও বেশ ভালো ছিল। মুভি দেখতে যেয়ে বারবার গলা শুকিয়ে গেছে। মনে হয়েছে আমিও সেখানে ছিলাম। তো ভালো মুভি দেখে ফেলুন।
Happy Watching🖤
#Review_of_Mostasin